আজকাল ওয়েবডেস্ক : ভারতে মোবাইল তৈরির নিজস্ব ব্যবসা বেড়েছে। এই বাজার উঠেছে ৪.১ লক্ষ কোটি টাকা। এটা ভারতের মত দেশের পক্ষে অতি সুখবর। বিগত ১০ বছরে কেন্দ্রীয় সরকার দেশীয় পদ্ধতিতে মোবাইল তৈরি নিয়ে যে উল্লেখ্য পদক্ষেপ নিয়েছে তারই ফল এটি।

 

দেশে ইলেকট্রনিক সামগ্রীর বাজার বর্তমানে ৪৩ শতাংশ অধিগ্রহণ করেছে মোবাইল। ভারত বর্তমানে মোবাইল উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদেশে নানা ধরণের মোবাইল কোম্পানিগুলি রমরমিয়ে নিজেদের ব্যবসা করছে। ২০১৪ সালের আগে ভারতে ৭৮ শতাংশ মোবাইল বিদেশ থেকে আমদানি করা হত।

 

 মূলত বিদেশ থেকে আমদানি করা মোবাইলের উপরই নির্ভর করতে হত ভারতের মোবাইল বাজারকে। কিন্তু ধীরে ধীরে ভারত নিজের দেশেই মোবাইল তৈরি করা শুরু করে। বর্তমানে সিংহভাগ মোবাইল ভারতেই তৈরি হয় ও ভারতেই বিক্রি করা হয়। মোবাইলের ক্ষেত্রেও আত্মনির্ভর ভারত। মানে যে মোবাইল ভারতে বিক্রি করা হয় তার ৯৯.২ শতাংশই ভারতেই তৈরি করা হয়।

 

ভারতের মোবাইলের বিরাট বাজার। হাতে হাতে ফোন। ফোন নেই এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না। সেই বিরাট বাজারকে ধরতে আগ্রহী বহু কোম্পানি। একাধিক মোবাইল কোম্পানি স্মার্ট ফোন তৈরি করে ও ভারতেই বিক্রি করে। ভারতেই তাদের কারখানা রয়েছে । সেখানেই ফোন তৈরি হয়। আবার ভারতের বাজারেই তাদের ফোন বিক্রি করা হয়।