আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে আবারও তুমুল বর্ষণের সম্ভাবনা। যার জন্য আগাম সতর্কবার্তা দিল মৌসম ভবন। নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে একটানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে। আবারও ভাসতে পারে বহু শহর, গ্রাম।
মৌসম ভবন সূত্রে জানা, বর্তমানে একটি নিম্নচাপ রয়েছে ছত্তিশগড়ে। উত্তর ছত্তিশগড় এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে। আগামী ১২ ঘণ্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশের আরও ভেতরে ঢুকে পড়বে। পাশাপাশি হরিয়ানাতে এটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, হরিয়ানা উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকালে বিক্ষিপ্তভাবে দিল্লির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। আজ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমবে। ২১ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
পাশাপাশি উত্তরপ্রদেশেও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আগামী পাঁচদিন বৃষ্টির দাপট খানিকটা কমবে। বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আপাতত নেই। চলতি সপ্তাহে নতুন করে কোনও সতর্কতা জারি নেই। মহারাষ্ট্রেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায়।
