সংবাদসংস্থা মুম্বই:
কেন 'মুন্নাভাই' হতে রাজি হননি শাহরুখ?
সঞ্জয় দত্ত নয়, শাহরুখ খান-ই ছিলেন 'মুন্নাভাই' হিসাবে প্রথম পছন্দ পরিচালক রাজকুমার হিরানির। গল্প শুনে চিত্রনাট্য পড়ে এতটাই ভাল লেগেছিল শাহরুখের যে নিজে থেকে 'রাজু'কে ফোন করে আলোচনায় ডেকেছিলেন। সঙ্গে এই ছবিতে তাঁর বিপরীতে ঐশ্বর্যা রাইকেও নায়িকা বানানোর পরামর্শ দিয়েছিলেন। রাজকুমার হিরানিও রাজি হয়ে গিয়েছিলেন। তবু কেন শেষপর্যন্ত 'মুন্নাভাই' হতে পারলেন না 'বাদশা'? শাহরুখ জানান, যখন 'মুন্নাভাই'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল তখন তাঁর কাঁধে বেশ চোট লেগেছিল। অস্ত্রোপচার করতে লন্ডনে ছিলেন। সেই সময় প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং পরিচালক রাজকুমার হিরানি তাঁকে জানান যে তাঁরা এই ছবির কাজ তাড়াতাড়ি শুরু করতে চান, শাহরুখের পক্ষে কাজ করা সম্ভব হবে কি না? সেই অবস্থায় সম্ভব হয়নি 'বাদশা'র পক্ষে। ওঁরাও অপেক্ষা করতে চাননি। অগত্যা...
আরিয়ানের পরিচালনায় শাহরুখ-সলমন।
পরিচালক হিসাবেই বলিপাড়ায় পা রাখছেন আরিয়ান খান। নেটফ্লিক্সে তাঁর পরিচালনায় মুক্তি পাবে 'স্টারডম' ওয়েব সিরিজ। ইন্ডাস্ট্রির অন্দরের নানান অজানা ব্যপার স্যাপার তুলে ধরা হবে সিরিজের গল্পে। আগেই শোনা গিয়েছিল, ওয়েব সিরিজে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে। এবার শোনা গেল, 'স্টারডম'-এ মুখ দেখাবেন সলমন খান! ফিসফাস, ওয়েব সিরিজের একটি দৃশ্যে একসঙ্গে হাজির হবেন 'করণ-অর্জুন'।
সমালোচকদের প্রশংসাকে কটাক্ষ অভিষেকের
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে 'স্ত্রী ২'। ছবিতে মুখ্য ভূমিকায় শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের অভিনয় প্রশংসিত তো হয়েইছে, বাদ যায়নি 'জনা'রূপী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্সও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, সমালোচকদের প্রশংসার তুলনায় তাঁর কাছে বেশি গুরুত্ব পায় দর্শকের ভালবাসা। অভিনেতার কথায়, "সমালোচকদের প্রশংসায় পেট ভরে না। সমালোচকরা একজন অভিনেতর যতই প্রশংসা করুক না কেন একজন প্রযোজক সেই অভিনেতকে তখনই কাজ দেবেন যখন দর্শক তাঁকে দেখতে চাইবেন, তাঁকে ভালবাসবে"।
