অতীশ সেন, ডুয়ার্স: জঙ্গলের পথে যাওয়ার সময় দুটি শুকনো গাছের মাঝে আটকে গিয়েছিল হস্তিশাবক। কোনও মতেই সেটি বেরিয়ে আসতে পারছিল না। শাবকটির বিপদ বুঝে মা হাতি সহ দলের অন্যান্য হাতিরা চিৎকার শুরু করে দেয়। এতেই স্থানীয়রা অনুমান করেন জঙ্গলে হাতির দলের কোনও বিপদ হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবনের ঝুঁকি নিয়ে হাতির বাচ্চাটিকে উদ্ধার করেন। পরে বাচ্চাটি মায়ের সাথে দলে ফিরে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সেবকের কাছে মহানন্দা অভয়ারণ্যের নর্থ রেঞ্জের অন্তর্গত ঘোরামারা এলাকায়।
জানা গিয়েছে দুটি শুকনো গাছের মাঝখান দিয়ে পার হতে গিয়ে হাতির বাচ্চাটি বেকায়দা সেখানে আটকে পড়ে যায়। হাতির দল অনেক চেষ্টা করেও সেটিকে ওই অবস্থা থেকে বের করতে সক্ষম হয়নি ।
অবশেষে বনদপ্তরের কর্মীরা সাহসিকতার পরিচয় দিয়ে বিশ্বকর্মা পূজার দিন দেবশিল্পীর বাহনকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। প্রায় তিন ঘন্টার চেষ্টায় দূর্গম এলাকায় এটকে পড়া বাচ্চাটিকে তারা উদ্ধার করতে সক্ষম হন। জানা গিয়েছে বাচ্চাটি এর পর মায়ের কাছে ফিরে গিয়েছে, সেটি সুস্থ রয়েছে।
