আজকাল ওয়েবডেস্ক :  কানাডাবাসীদের জন্য সুখবর। প্রায় দুমাস পর কানাডার জন্য ই-ভিসা চালু করতে চলেছে ভারত। একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে ভারতের হাত রয়েছে। এমনটাই দাবি করেছিল কানাডা সরকার। তাই ২১ সেপ্টেম্বর থেকে কানাডাবাসীদের জন্য ভিসা পরিসেবা বন্ধ করে ভারত। তবে ফের ভিসা চালু করার খবরে খুশির হাওয়া। এরফলে পর্যটক, ব্যবসায়ী এবং মেডিক্যাল ভিসা পাওয়া যাবে এবার থেকে। ভারত কানাডার জন্য ভিসা বন্ধ করার ফলে বহু কানাডাবাসী সমস্যায় পড়েছিল। দুই দেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল তা কবে মিটবে তা নিয়ে সকলেই সন্দিহান ছিল। তবে কানাডা নিজের অভিযোগ ফেরত নেওয়ার ফলেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বলেই সূত্রের খবর। দুই দেশের মধ্যে এই ঘটনাকে নিয়ে যে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল তাতে অনেকেই সমস্যায় পড়েছিলেন। তবে ভারতের এই সিদ্ধান্তের ফলে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক যে ফের নতুন দিক শুরু করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।