আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া। মঙ্গলবার নিজেদের মাঠে সুরুচি সংঘকে ৫-০ গোলে উড়িয়ে দিল লাল হলুদ বাহিনী। জোড়া গোল করেন আমন সিকে। বাকি গোলগুলো পিভি বিষ্ণু, জেসন টিকে এবং মহম্মদ রোশালের। গ্রুপ পর্বে দারুণ খেলার পর এবার সুপার সিক্সেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের সিনিয়র দল এখনও পর্যন্ত আশা দেখাতে পারেনি। কিন্তু বিনো জর্জের এই জুনিয়র ব্রিগেডের সামনে ট্রফির হাতছানি। কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল। আগেরবার একটুর জন্য খেতাব হাতছাড়া হয়েছিল। এবার কোনও ভুল করতে চান না জেসিন, আমনরা। বিশ্বকর্মা পুজোর দিন আরও একবার সেই প্রমাণ মিলল। এদিনের জয়ের ফলে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট ইস্টবেঙ্গলের। বাকিদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিনো জর্জের দল। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার। 

মঙ্গলবার দুপুরে ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষেই চার গোলে এগিয়ে যায় লাল হলুদ। ম্যাচের ৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন আমন। তার ৮ মিনিটের মাথায় আবার গোল। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান বাড়ান বিষ্ণু। এরপর ধীরে ধীরে খেলা থেকে হারিয়ে যায় সুরুচি। ম্যাচের ২৬ মিনিটে ৩-০ করেন জেসিন টিকে। বিরতির আগেই নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আমন। প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি সুরুচি। পুরোপুরি একপেশে ম্যাচ হয়। আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে। ম্যাচে ফেরার চেষ্টা করে সুরুচি। কিন্তু লাভ হয়নি। ম্যাচের ৭২ মিনিটে আবার ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। স্কোরশিটে নাম তোলেন মহম্মদ রোশাল।