আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম বারের জন্য এশিয়া সেরার খেতাব উঠল ভারতের পকেটে। মঙ্গলবার চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় হকি দল। ম্যাচের শেষ কোয়ার্টারে ৫১তম মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন জুগরাজ সিং। গোটা ম্যাচ ধরে চিন নিজেদের ডিফেন্স অটুট রেখেছিল। কয়েকবার ভারত ডিফেন্স ভেঙে ঢুকে পড়লেও একটির বেশি গোল আসেনি। এদিন ফাইনালে চিনের স্ট্র্যাটেজি ছিল কাউন্টার অ্যাটাকে উঠে গোল কর
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এন। সেখানেও ৩-০ গোলে জিতেছিল ভারত। টুর্নামেন্ট ধরে অপ্রতিরোধ্য থাকা ভারতই ফেভারিট হিসেবে ম্যাচে নেমেছিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকে ছবিটা ছিল অন্যরকম। ভারতীয় ডিফেন্সকে শুরু থেকে চাপে রাখার চেষ্টা করছিল চিন। প্রথম কোয়ার্টারের শুরুতে প্রথম সুযোগ আসে ভারতের কাছেই। তবে সুখজিৎ সিংয়ের আটকে দেন চিনা গোলরক্ষক। টানা তিনটি কোয়ার্টার ভারত চাপ রেখে গেলেও গোল আসেনি। বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত আসে ম্যাচের ৫১ মিনিটে। জুগরাজ সিং দুর্দান্ত রান করেন। হরমনপ্রীতের অ্যাসিস্ট থেকে ভুল করেননি তিনি। পরের কয়েক মিনিট চিন আক্রমণের ঝাঁঝ বাড়ালেও অনড় ছিল ভারতের ডিফেন্স। ফলে, গোল আর আসেনি। ঘরের মাঠে ম্যাচ পড়লেও ফায়দা তুলতে পারল না চিন। পঞ্চম বারের জন্য কাপ তুললেন হরমনপ্রী
ছিলেন, যিনি অচলাবস্থা ভাঙতে কোনও ভুল করেননি। চীনকে এখন সতর্কতা অবলম্বন করতে হয়েছে এবং ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছে। এমনকি তারা একটি উড়ন্ত গোলরক্ষককেও মাঠে নামেন কারণ তারা গোলের সন্ধান করতে থাকে। যাইহোক, ভারতীয় রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী ছিল কারণ শেষ পর্যন্ত ভারত জয় পেয়েছে।
