আজকাল ওয়েবডেস্ক: টিউশন পড়তে গিয়ে যৌন নিগ্রহের শিকার নাবালিকা। ফাঁকা বাড়িতে, সহপাঠীদের অনুপস্থিতিতে নয় বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে ৭৩ বছরের এক বৃদ্ধ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুর জেলায়। সোমবার পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে রাধানগরী এলাকায়। ওই এলাকাতেই এক তরুণীর কাছে টিউশন পড়তে গিয়েছিল নাবালিকা। তরুণীর বাবাই যৌন নির্যাতনে অভিযুক্ত। 

 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, সেইদিন টিউশনে আগেভাগেই পৌঁছে গিয়েছিল নাবালিকা। তখনও তার সহপাঠীরা পৌঁছয়নি সেখানে। ফাঁকা বাড়িতে আচমকা নাবালিকাকে অন্য ঘরে ডাকে বৃদ্ধ। সেখানেই তাকে যৌন নির্যাতন করে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারকে জানায় সে। এই ঘটনার দিন কয়েক পরেই থানায় অভিযোগ জানায় পরিবার। 

 

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৭৩ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃদ্ধকে হেফাজতে নিয়ে জেরা চলছে। ঘটনার তদন্ত চলছে।