আজকাল ওয়েবডেস্ক: ক্যাপ্টেন হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সেই গৌতম গম্ভীর আবার ফিরলেন কেকেআরে। এবার মেন্টর হিসেবে প্রত্যাবর্তন হল তাঁর। দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। সেই যাত্রা শেষ করলেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিজেই এক্সে তা জানান। লেখেন, ‘লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আমার যাত্রা শেষ হল। সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচেদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করেছি। এই যাত্রাপথ স্মরণীয় হয়ে থাকবে।’ প্রসঙ্গত, তিনি থাকাকালীন দু’বারই লখনউ প্লে–অফে উঠেছিল। এদিকে, বুধবারই কেকেআরের তরফে জানানো হয়, ‘মেন্টর হিসেবে কেকেআরে ফিরলেন গম্ভীর। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিনি কাজ করবেন।’ কেকেআর মালিক শাহরুখ খান শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীরকে। এক্সে লিখেছেন, ‘গম্ভীর কেকেআর পরিবারেরই সদস্য। এবার মেন্টর হিসেবে ফিরে এল। এবার কোচ ও গম্ভীর মিলে কেকেআরকে সাফল্য এনে দেবে বলে আমার বিশ্বাস।’ গম্ভীর এক্সে আবার লিখেছেন, ‘কেকেআরে ফিরতে পেরে আবেগাপ্লুত। শুধু কেকেআর নয়, সিটি অফ জয় এ ফিরলাম।’
