আজকাল ওয়েবডেস্ক: খুব শীঘ্রই নতুন সঙ্গী পেতে চলেছে চাঁদ। পৃথিবীর কক্ষপথে বেশকিছু দিনের জন্য আসতে চলেছে নতুন অতিথি। চলতি বছরেই পৃথিবীর আকাশে উঠবে দুটি চাঁদ। দু’মাসের জন্য আরও একটি নতুন চাঁদ পেতে চলেছে পৃথিবী। সেপ্টেম্বরেই ঘটবে এমন বিরল মহাজাগতিক ঘটনা।
সম্প্রতি মহাকাশে এই ছোট চাঁদের হদিশ মিলেছে বলে দাবি করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে উদয় হবে এই ছোট চাঁদ বা মিনি মুন।
কিন্তু আসলে কী এই মিনি মুন? জানা গিয়েছে, চাঁদ যেমন পৃথিবীর উপগ্রহ। এই মিনি মুন বা ছোট চাঁদ কিন্তু পৃথিবীর আদৌও কোনও উপগ্রহ নয়, এটি একটি গ্রহাণু। সূর্যের টানে সৌরজগতে মিনি মুনের মতো গ্রহাণু ঘুরে বেড়ায়। গত মাসেই ২০২৪ পিটিএস নামে এই গ্রহাণুটির অস্তিত্ব মিলেছে।
বিজ্ঞানীরা বলছেন, ৩৩ ফুটের এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় মহাকর্ষে বলের কারণে পৃথিবীর কক্ষপতে ঢুকে পড়বে। তবে দু’মাসে পৃথিবীকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পারবে না এই গ্রহাণু। নির্দিষ্ট সময়ের পর পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে যাবে এই মিনি মুন।
২০২৪ পিটিএস-এর খোঁজ পাওয়ার পর থেকেই এই গ্রহাণুকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। একইসঙ্গে বহুল চর্চায় চর্চিত হচ্ছে এই গ্রহাণু। তবে এই মহাজাগতিক ঘটনাকে বিরলতম বলছেন না মহাকাশ বিজ্ঞানীরা।
জানা যাচ্ছে, ১৯৮১ সাল ও ২০২২ সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে আগেও পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছিল দুটি গ্রহাণু। কিছুদিন থাকার পর মহাকর্ষ টান কাটিয়ে বেরিয়েও গিয়েছে গ্রহাণুগুলি।
চাঁদমামা নতুন সঙ্গী পেলেও এই মিনি মুনকে দেখা যাবে কেবল উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপেই। ফলে ছোট চাঁদ মামার দর্শন খালি চোখে করতে পারবেন না পৃথিবীবাসী। এই মিনি মুন পৃথিবীর কক্ষপথে আসলে গ্রহানুর চরিত্র সহ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমন্ধে আরও নতুন কিছু তথ্য মিলবে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। স্বাভাবিকভাবেই এই নতুন চাঁদের অপেক্ষায় বিজ্ঞানমহল।
