আজকাল ওয়েবডেস্ক: একটানা মুষলধারে বৃষ্টি। শরতে যেন ভরপুর বর্ষার আমেজ। তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শনিবারে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রবিবার ভোর থেকেও আকাশের মুখভার। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। দুর্যোগের কালো মেঘ কবে সরবে? 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের কারণে গতকাল অতি ভারি বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। এই গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর ক্রমশ শক্তিক্ষয় হতে হতে চলে যাবে ঝাড়খণ্ডে। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪ সেপ্টেম্বর যতটা বৃষ্টি হয়েছে, আজ, ১৫ সেপ্টেম্বর তার তুলনায় কম বৃষ্টি হবে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দিনভর মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

 

রবিবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।