রবিবার ১৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

gold price in kolkata

বাণিজ্য | সোনার দামে চমক, কিনতে হলে এখনই কিনুন, পুজোর আগে এই সুযোগ আর আসবে না

Rajat Bose | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯ : ৫১Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ আসছে পুজোর মরসুম। নতুন নতুন পোশাকের পাশাপাশি অনেকেই সোনা কিনবেন বলে ঠিক করে ফেলেছেন। শনিবার ১৪ সেপ্টেম্বর শহর কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার টাকা। ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭৪,৪৬০ টাকা। যারা গয়না কেনেন, তাদের জন্য প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম এদিন ৬৮,২৬০ টাকা। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৮৯,৬০০ টাকা। 


আবার দিল্লিতে ২৪ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ৭৪,৬১০ টাকা। ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম ৬৮,৪১০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারেটের দাম যথাক্রমে ৬৮,২৬০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৭৪,৪৬০ টাকা। আবার চেন্নাইয়ে ২২ ক্যারেটের দাম ৬৮,২৬০ টাকা। আর ২৪ ক্যারেটের দাম হয়েছে ৭৪,৪৬০ টাকা। 
অর্থাৎ দিল্লি ছাড়া বাকি তিন মেট্রো সিটিতে ২৪ ক্যারেটের দাম একই রয়েছে। 


ধনতেরাসের আর বেশি দেরি নেই। দুর্গাপুজোর পরেই শুরু হয়ে যাবে প্রস্তুতি। ভাইফোঁটা আসতে না আসতেই শুরু হয়ে যাবে সোনা কেনার হিড়িক। ধনতেরাসে মিলবে ছাড়, এই আশায় থাকেন বাঙালিরা। কিন্তু পুজোর আগে সোনা কিনতে হলে এটাই সেরা সময়। 

 


##Aajkaalonline##Goldprice##Kolkata



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24