আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে বা অফিসে নিরাপত্তা নিয়ে আজকাল সকলেই চিন্তিত থাকেন। এর থেকে মুক্তির উপায় একটাই। সিসিটিভি বসানোর দিকেই বর্তমান যুগে সকলেই চিন্তাভাবনা করেন। তবে জানেন কি তারযুক্ত সিসিটিভি নাকি তারবিহীন সিসিটিভি কোনটি বেশি আপনার নিরাপত্তাকে নিশ্চিত করবে।
সাধারণত দেওয়ালের গায়ে লাগানো থাকে সিসিটিভি। সেখান থেকেই ছবি তোলা থাকে প্রতিটি সময়ের। বলে রাখা ভাল তারবিহীন সিসিটিভি থাকে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত। ফলে একে আপনি যেকোনও সময় যেখানে খুশি লাগাতে পারেন। অন্যদিকে তারযুক্ত সিসিটিভি ম্যানুয়েলভাবে কাজ করে। যদি আপনার ছোটো বাড়ি হয় তবে তারবিহীন সিসিটিভি অনেক বেশি নিরাপত্তা দেবে আপনাকে।
এটির সঙ্গে ওয়াইফাই থাকার জন্য যেখানে খুশি একে লাগাতে পারেন। এটি খরচও কম পড়ে। তবে বড় বাড়ির ক্ষেত্রে তারযুক্ত সিসিটিভি ভাল। কারণ এখানে নিরাপত্তা অনেক বেশি নজরে রাখতে হয়। খরচ বেশি হলেও এখানে অনেক বেশি নিরাপত্তা থাকে। খরচের দিক থেকে দেখতে হলে তারযুক্ত সিসিটিভি অনেক কম খরচে হয়। অন্যদিকে তারবিহীন সিসিটিভি অনেক বেশি কম খরচে হয়। বাড়ি হোক বা অফিস, এলাকার মাপ বুঝে এই সিসিটিভি লাগাতে হবে।
