আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে পিছন থেকে গুলি করে পালায় ওই ব্যবসায়ীকে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি। কী কারণে এই হামলা তা পুলিশের কাছে স্পষ্ট নয়। কোনও পুরোনো শত্রুতা নাকি ব্যবসায়িক কারণে এই গুলি চালানোর ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শাহজাহান শেখ। বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। এদিন সকালে বসিরহাটের এক ব্যবসায়ীর বাড়িতে আসছিলেন তিনি। পিফা এলাকায় দুষ্কৃতীরা তাঁর উপর গুলি চালায়। গুলি লাগে ব্যবসায়ীর পেটে। স্থানীয় বাসিন্দারাই ব্যবসায়ীকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।
