সুহানা খান আর শাহরুখ খান এক ফ্রেমে বন্দি হচ্ছেন। এখবর পুরনো। কবে শুট শুরু হবে? সেই খবর আপাতত বলি টাউনে ভাসছে। কান পাতলেই গুঞ্জন, নতুন বছরে নাকি নতুন ছবির শুট শুরু করছেন কিং খান। এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখছেন সুহানা। সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে নায়িকার ভূমিকায়। প্রযোজনায় রেড চিলিজ। যৌথ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। সব ঠিক থাকলে ২০২৪-এর জানুয়ারিতে শুটিং ফ্লোরে যাচ্ছে ছবিটি।
অভিনয়ের শুরুতেই সিরিজ এবং বড়পর্দায় একসঙ্গে অভিনয় করছেন সুহানা। সিরিজে তাঁর হাতেখড়ি জোয়া আখতারের ‘আর্চিস’ দিয়ে। সিরিজে তিনি ছাড়াও আছেন অগস্ত্য নন্দা, খুশি কাপুর। তাঁদেরও এই সিরিজ দিয়ে হাতেখড়ি হচ্ছে। ছবি শুটের কথা প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে সবাই। বাবা-মেয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে কিং খানের অভিনেতারা।
বাবা-মেয়ের ছবি মানেই বিশেষ অনুভূতিতে মাখানো চিত্রনাট্য, এমনটাই সাধারণত হয়ে থাকে। এখানেও ব্যতিক্রমী শাহরুখ-সুহানা। খবর, সুজয়ের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। শুরু থেকে রোম্যান্টিক ধারার ছবিতেই বাজিমাত করেছেন ‘বাদশা’। ৫৭-য় তিনি ‘অ্যাকশন প্যাকড’ ছবির নায়ক! এই ধারার ছবিতেও তিনি সফল। তাঁর ‘পাঠান’, ‘জওয়ান’ পরপর হিট। সেই ধারা ধরে রেখেই যে তিনি আগামী ছবি বাছবেন, এব্যাপারে কোনও সন্দেহ নেই সিনেবোদ্ধাদের।
অভিনয়ের শুরুতেই সিরিজ এবং বড়পর্দায় একসঙ্গে অভিনয় করছেন সুহানা। সিরিজে তাঁর হাতেখড়ি জোয়া আখতারের ‘আর্চিস’ দিয়ে। সিরিজে তিনি ছাড়াও আছেন অগস্ত্য নন্দা, খুশি কাপুর। তাঁদেরও এই সিরিজ দিয়ে হাতেখড়ি হচ্ছে। ছবি শুটের কথা প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে সবাই। বাবা-মেয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে কিং খানের অভিনেতারা।
বাবা-মেয়ের ছবি মানেই বিশেষ অনুভূতিতে মাখানো চিত্রনাট্য, এমনটাই সাধারণত হয়ে থাকে। এখানেও ব্যতিক্রমী শাহরুখ-সুহানা। খবর, সুজয়ের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। শুরু থেকে রোম্যান্টিক ধারার ছবিতেই বাজিমাত করেছেন ‘বাদশা’। ৫৭-য় তিনি ‘অ্যাকশন প্যাকড’ ছবির নায়ক! এই ধারার ছবিতেও তিনি সফল। তাঁর ‘পাঠান’, ‘জওয়ান’ পরপর হিট। সেই ধারা ধরে রেখেই যে তিনি আগামী ছবি বাছবেন, এব্যাপারে কোনও সন্দেহ নেই সিনেবোদ্ধাদের।
