আজকাল ওয়েবডেস্ক : প্রতিটি মানুষ সেখানেই বিনিয়োগ করতে পছন্দ করেন যেখানে তিনি ভাল রিটার্ন পাবেন। পাশাপাশি তার টাকাও সুরক্ষিত থাকবে। যদি আপনার মনে এমন কিছু থাকে তবে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের টাইম ডিপোজিটে। একে সোজা ভাষায় বলা হল পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট।

 

এখানে আপনি নিজের ইচ্ছামত টাকা রাখতে পারেন। সেই পরিমান নির্দিষ্ট নয়। এখানে আপনি পেতে পারেন ৬.৯ থেকে শুরু করে ৭.৫ শতাংশ সুদ। এখানে মূলত ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত আপনি ফিক্সজ ডিপোজিট করতে পারেন। যেকোনও ভারতীয় পোস্ট অফিসে টাকা রাখতে পারেন। এখানেই শেষ নয়, টিডি ডিপোজিট স্কিমে তিনজনের নাম একসঙ্গে রাখা যেতেই পারে। সেক্ষেত্রে পিতামাতা তাঁদের সন্তানদের নাম পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে যুক্ত করতে পারেন। তবে সন্তানের বয়স ১০ বছর হতেই হবে।

 

এই ডিপোজিটে আপনি রাখতে পারেন ১ হাজার টাকা থেকে শুরু করে অগনিত। যদি এক বছরের জন্য টাকা রাখেন তবে আপনি পাবেন ৬.৯ শতাংশ হারে সুদ। যদি ২ বছরের জন্য রাখেন তবে পাবেন ৭ শতাংশ হারে সুদ। তিন বছরের জন্য রাখলে পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। ৫ বছরের জন্য রাখলে পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ। তাহলে আর দেরি না করে দ্রুত পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন।