প্রকাশ্যে করণকে কটাক্ষ শাহরুখের
চলতি বছরের আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং করণ জোহর। এই প্রধান সঞ্চালক জুটির সঙ্গী হিসাবে আইফার মঞ্চে দেখা যাবে ‘স্ত্রী ২’ ছবিখ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 'গল্লি বয়' সিদ্ধান্ত চতুর্বেদীকে। আইফার একটি প্রচার অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন শাহরুখ ও করণ। সেখানেই কথার ফাঁকে করণকে কটাক্ষ করে বসেন শাহরুখ, “অনুষ্ঠানের আগে মহড়ার দিনগুলোতেও হাজির হবে। ভিডিও কল করে মহড়া দেবে, এসব বায়না করবে না। আর ভাল কথা, কিছু ছবিও পরিচালনা কর এবার। আর কত অনুষ্ঠান সঞ্চালনা করে কাটাবে!”
ঈশান খট্টরের নয়া প্রেমিকা কে?
ফের সম্পর্কে জড়িয়েছেন বলি-অভিনেতা ঈশান খট্টর। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেকথা নিজেই জানালেন ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ খ্যাত এই অভিনেতা। তবে তাঁর নতুন সঙ্গিনীর নাম জানাতে নারাজ তিনি। কেন? ঈশানের কথায়, “এর আগে একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, সে খবর সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এমন নারীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলাম যিনি আমার মতো প্রতিষ্ঠিত নয়, ফলে সর্বক্ষণ আমাদের নিয়ে যে চর্চা হত তা একজন নারীর উপর কী প্রভাব ফেলে তা আমার নিজের চোখে দেখা। সুতরাং এইবার আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে টুঁ শব্দটি করব না। যখন প্রকাশ পাবে...তখন পাবে। ব্যস!”
নাতনির মুখ দেখতে হাজির দীপিকার মা
গত ৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর প্রথম সন্তান। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এইমুহূর্তে মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে এসেছেন নতুন মা। সেখানেই দীপিকার সন্তানকে দেখতে হাজির হলেন অভিনেত্রীর মা এবং ছোট বোন। তাঁদের গাড়ি দেখা গিয়েছে রণবীর-দীপিকার বাড়ির নিচে গ্যারেজে। এর আগে রণবীরের বোন ঋতিকা ভাবনানি হাসপাতালে গিয়ে 'দীপবীর'-এর কন্যাকে দেখতে গিয়েছিলেন।
