আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা। ফিটনেস ঠিক রাখতে জিমে প্রচুর সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। বিভিন্ন ট্রেনিং ড্রিল করছেন। জিমে নিজেকে ৯৯ শতাংশ নিংড়ে দিচ্ছেন। বাকি ১ শতাংশ কী করছেন হিটম্যান? এবার ভাইরাল ইনস্টাগ্রাম ট্রেন্ডে সেটা ফাঁস করলেন ভারত অধিনায়ক। নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেন রোহিত। যেখানে সবাই আলাদা করে নিজের ৯৯ শতাংশ এবং ১ শতাংশ প্রকাশ করে। ভিডিওর প্রথমদিকে রোহিতকে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। একটানা ওয়ার্কআউট করার ভিডিও পোস্ট করেন। ভিডিওর দ্বিতীয় পর্বে মশকরা করতে দেখা যায় তাঁকে। নিজের ট্রেনার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে হাসিঠাট্টায় মাতেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

বাংলাদেশ সিরিজে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির। সুযোগ পেয়েছেন দুই তরুণ ব্যাটার শুভমন গিল এবং যশস্বী জয়েসওয়াল। চোটের জন্য ইংল্যান্ড সিরিজ মিস করলেও লাল বলের ক্রিকেটে ফিরছেন কেএল রাহুল। দুর্ঘটনার পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন ঋষভ পন্থ। এই দল থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কাড়ায় টেস্ট দলে সুযোগ পান ধ্রুব জুরেল এবং সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফিরছেন যশপ্রীত বুমরাও। বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।