আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ফের। আইসিইউতে চিকিৎসাধীন ২০ বছরের এক তরুণী যৌন নিগ্রহের শিকার হলেন। অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওই অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। ভিওয়ান্দি শহরের একটি বেসরকারি হাসপাতালে যৌন নিগ্রহের শিকার হন তরুণী। পেটে সংক্রমণ নিয় দিন কয়েক আগেই ওই হাসপাতালে ভর্তি হন তরুণী। শারীরিক অবস্থার অবনতি হতেই ভর্তি হন আইসিইউতে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালেও নিরাপদ নন তিনি। ভোরবেলায় হাসপাতালের ওয়ার্ড বয় তাঁকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। 

 

পুলিশ সূত্রে খবর, ৯ সেপ্টেম্বর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে ওই হাসপাতালে। ভোরবেলায় তরুণীকে দেখতে এসেছিল অভিযুক্ত ওয়ার্ড বয়। তখন ঘুমিয়ছিলেন তরুণী। তাঁর সঙ্গে অশালীন আচরণ করে প্রথমে। যৌন নিগ্রহ করে শেষে। এমনকী এরপরেই অসুস্থ তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় সে। তরুণী চিৎকার করতেই ঘটনাস্থলে জড়ো হন অন্যান্য কর্মীরা। 

 

পুলিশ জানিয়েছে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

 

প্রসঙ্গত, গত মাসেই থানে জেলায় বদলাপুরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয় দুই নার্সারি ছাত্রী। যা ঘিরে প্রতিবাদে, বিক্ষোভে ফেটে পড়েন আমজনতা। এমনকী প্রতিবাদে পথে নামেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরাও। এর কিছুদিন পর ফের ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল থানে।