আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্টেটাস কমিটি। পাশাপাশি বড় অঙ্ক জরিমানা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল কমিটিতে আবেদন করবে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সন্ধেয় এই নিয়ে মুখ খোলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। দেবব্রত সরকার বলেন, 'আনোয়ার পাঁচ বছরের জন্য আমাদের প্লেয়ার। ও তো আর অন্য কোথাও যেতে পারবে না। জরিমানার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আমি জানি, প্লেয়ার্স স্টেটাস কমিটি জরিমানার অঙ্ক নির্ধারিত করতে পারে না। সেটা শৃঙ্খলারক্ষা কমিটি করে। আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। আমরা অ্যাপিল কমিটিতে আবেদন করব।' অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে এই জল অনেকদূর গড়াবে। নির্বাসন কমানোর জন্যও আবেদন করবেন আনোয়ার। শাস্তি বহাল থাকলে আইএসএলের প্রথম পর্বে খেলতে পারবেন না দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। লাল হলুদ জার্সি গায়ে নামতে অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত। তাই নির্বাসন কমানোর আবেদন করা হতে পারে। আনোয়ার চাইলে ফিফার দ্বারস্থও হতে পারেন।
চলতি মরশুমের শুরু থেকে আনোয়ারকে নিয়ে টাগ অফ ওয়ার শুরু হয়। মোহনবাগানের লোন চুক্তি বাতিল করে প্রথমে দিল্লি এফসিতে ফিরে যান। সেখান থেকে বড় অঙ্কের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেন। মোহনবাগান অভিযোগ জানানোর পর, ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সঙ্গে আলোচনায় বসেন আনোয়ার। তারপরই জানিয়ে দেওয়া হয়, মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই অনৈতিক। এদিন তার শাস্তি ঘোষণা করা হল। আনোয়ারের পাশাপাশি শাস্তি হয় ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির। পরের দুটো ট্রান্সফার উইন্ডোতে কোনও নতুন প্লেয়ারের রেজিস্ট্রশন করাতে পারবে না দুই দল।
