আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত জয়ন্ত পুশিলাল। চলে গেলেন বাংলার টেবল টেনিসের দ্রোণাচার্য কোচ। একইসঙ্গে অবসান ঘটল একটি যুগের। বয়স হয়েছিল ৬৩। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নারকেলডাঙ্গায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন গড়েছেন তিনি। ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহল বড় ধাক্কা খেল।

নারকেলডাঙার এক অপ্রসস্ত গলি থেকে টেবিল টেনিসের রাজপথে পৌঁছেছিলেন জয়ন্ত পুষিলাল। টেবিল টেনিস  কোচ হিসেবে তাঁর নামডাক ছড়িয়ে পড়ে গোটা ভারতে। দেশের বাইরেও। জয়ন্ত তাঁর প্রশিক্ষক জীবনের স্বীকৃতিতে দ্রোণাচার্য সম্মানে ভুষিত হন। ২০২১ সালে তিনি এই সম্মান পান। তাঁর কোচিং জীবনে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে প্রায় ১৫ জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করেছেন। কোচিং করিয়েছেন মালদ্বীপেও। তিনি ছিলেন রাজ্য ক্রীড়া পরিষদের বেতনভুক্ত কোচ। তাঁর উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে আছেন মৌমা দাস এবং অরূপ বসাক। এছাড়াও বহু টিটি তারকার জন্মদাতা তিনি।