আজকাল ওয়েবডেস্ক: ইদানিং সমাজমাধ্যমের নতুন ট্রেন অপটিক্যাল ইলিউশন। একটি ছবির মধ্যে ভিন্ন কিছু থাকলে, তা কয়েক সেকেন্ডর মধ্যে খুঁজে বের করতে হয়। যদি তা পারেন, তবে আপনার চোখ ও মস্তিষ্কের বাহবা দিতেই হবে। অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই ছবির সমস্ত ভুল ধরতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের খেলায় ইন্দ্রিয়ের প্রখরতার প্রমাণ পাওয়া যায়।
যেমন, উপরের ছবিতে দেখা যাচ্ছে, সবুজ ঘাসের উপর একাধিক তাঁবু। এক একটি সারিতে রয়েছে পাঁচটি ছবি। এই তাঁবুগুলির মধ্যে ছয়টি তাঁবু একেবারে আলাদা। একনজরে দেখতে একটি, দুইটি ভুল সহজে চোখে পড়লেও বাকিগুলো ধরা পড়বে না। তবে খুঁটিয়ে দেখলে সহজেই ধরে ফেলতে পারবেন।
বিশেষজ্ঞদের দাবি, অনন্ত সময় ধরে ছবির ভুল ধরা যাবে না। মাত্র ২১ সেকেন্ডের মধ্যেই ছয়টি ভিন্ন তাঁবু খুঁজে বের করতে হবে। তবেই আপনার চোখ ও মস্তিষ্কের প্রশংসা করা যাবে।
ভুলগুলো কী কী? প্রথম সারির প্রথম তাঁবুতেই চোখ রাখুন। ওই তাঁবুর পর্দা সাদা রঙের। বাকি তাঁবুগুলোর পর্দা বেইজ রঙের। এরপর দ্বিতীয় সারির তৃতীয় তাঁবুর দিকে তাকান। ওই তাঁবুর একদিকে লাল কাপড় রয়েছে। যেখানে বাকিগুলো গাঢ় লাল বা মেরুন রঙের। ওই সারির পাঁচ নম্বর তাঁবুর নীচে কোনও খুঁটি নেই।
এরপর চতুর্থ সারির দ্বিতীয় তাঁবুটি দেখুন। সেটিও উল্টোদিকে রয়েছে। পঞ্চম সারির চতুর্থ তাঁবুর উপরে একটি সবুজ রঙের পতাকা রয়েছে। ষষ্ঠ সারির প্রথম তাঁবুর খুঁটিও নেই।
