শনিবার ১২ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৪৮Debosmita Mondal
মিল্টন সেন,হুগলি: সামান্য কথা কাটাকাটি হলেই পুলিশ ডেকে বসেন প্রধান শিক্ষিকা। এই অভিযোগে প্ল্যাকার্ড হাতে স্কুলে বিক্ষোভ সহ শিক্ষিকাদের। বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারাও। প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে চলে শ্লোগান। লাটে ওঠে পঠনপাঠন। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলে।
মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়ে স্কুল শিক্ষিকারা। প্রধান শিক্ষিকার অবশ্য অভিযাগ, তাঁকে হেনস্তা করা হয়েছে। স্কুলের ভেতরে পড়ুয়াদের নিয়ে এভাবে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মহল। এদিন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষিকাদের। কারও হাতে লেখা, 'স্কুলটাকে বাঁচাতে চাই', কারও হাতে 'কর্মক্ষেত্রে সুরক্ষা চাই' আবার কারও হাতে 'অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়'।
এই প্রসঙ্গে শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তাঁর কাজে লাগাতার ভুল করেন। তাঁকে কিছু বলতে গেলে অশিক্ষক কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তাঁর বিরুদ্ধে কথা বলে। সোমবার এ নিয়ে একটি মিটিং ছিল স্কুলে। স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাঁকে সেই মিটিংয়ে হেনস্তা করেন সকলের সামনে। তারপরেই পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ। স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী এবং শিক্ষিকা সকলেই। বিক্ষোভে যোগ দেয় ছাত্রীরাও। পঠন পাঠন বন্ধ হয়ে যায়। চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে আবারও স্কুলে পুলিশ আসে। অন্যদিকে খবর পেয়ে অভিভাবকরাও স্কুলে জড়ো হন।
বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাদের এই দ্বন্দ্বের ফলে স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্কুলে নানারকম দুর্নীতি হয়। মিড ডে মিলের হিসাব মেলানো যায় না। এছাড়াও নানা রকম অন্যায় কাজ হয়। সেগুলো নিয়ে বললেই তিনি খারাপ হয়ে যান। স্কুলে যাতে ভালো পঠন-পাঠন হয়, ভালো রেজাল্ট হয়, তিনি সর্বদাই সেই চেষ্টা করেন।
স্কুলের সহ শিক্ষিকা নবনীতা দাসের অভিযোগ, সামান্য কিছু হলেই প্রধান শিক্ষিকা পুলিশ ডাকেন স্কুলে। এই অবস্থার মধ্যে স্কুলে কোনওভাবেই পড়ানো যায় না। ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যখন তখন শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন প্রধান শিক্ষিকা। যে দুর্নীতির অভিযোগ উনি করছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। শুধু অভিযোগ করলে হবে না উনি প্রমাণ করুন। ওদিকে স্কুলের গেটের বাইরে আন্দোলনকারী শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, এভাবে স্কুলের ভেতর পড়ুয়াদের আটকে বিক্ষোভ দেখানো কখনওই উচিত নয়। যদি শিক্ষিকাদের বিক্ষোভ করতেই হয় তাহলে স্কুল শুরুর আগে করুন। তাদের দাবি, স্কুল চলবে স্কুলের মতো। কোনও বিক্ষোভ আন্দোলন স্কুলের ভেতর স্কুল টাইমে চলবে না।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুজোর শেষ দিনেও ভাসবে দক্ষিণবঙ্গ! হাওয়া অফিসের বড় আপডেট, জেনে নিন...
দুই বছর পর বাড়ির দুর্গাপুজোয় মাতলেন অনুব্রত, সঙ্গী মেয়ে সুকন্যা ...
ন'জন কুমারী দুর্গার নয় রূপে পূজিত হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ...
উৎসবের মাঝেই ছেলের হাতে খুন মা, আহত আরও চারজন, চাঞ্চল্য ছড়াল নবগ্রামে ...
অষ্টমীতেও তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা, জারি হল সতর্কতা ...
ডুয়ার্সে শারদোৎসবের মাঝে 'ফুলপাতি' ও 'তিহারে'র প্রস্তুতি তুঙ্গে, এই উৎসবের রীতি জানেন? ...
পূর্ব পুরুষদের এই অদ্ভুত রীতির জন্য এই গ্রামে হয় না দুর্গোৎসব ...
নারী নিরাপত্তায় পিঙ্ক মোবাইল ভ্যান চালু পুরুলিয়ায়, টহল দেবে পুজো প্যান্ডেলেও! ...
ঘুরে বেড়াচ্ছে বুনো হাতি ও অন্যান্য হিংস্র প্রাণী, গা ছমছমে পরিবেশে চলছে দুর্গার আহ্বান ...
সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শিশু চিকিৎসক, হারালেন স্ত্রী ও কন্যাকে ...
আগামী কয়েকঘণ্টায় প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! বড় আপডেট হাওয়া অফিসের...
তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের ফের জাতীয় সড়ক অবরোধ, পুজোর মুখে ভোগান্তির শিকার সাধারণ মানুষ...
আচমকাই 'অসুর'রূপী ঝড়ের তাণ্ডব, ভেঙে পড়ল পুজো মণ্ডপ, দুর্গা প্রতিমা, লন্ডভন্ড নবগ্রাম ...
দেখা যাচ্ছে গর্ভস্থ সন্তানের হাত-পা, মাতৃ আরাধনার মাঝেই গর্ভবতী মায়ের হত্যা...
ষষ্ঠীর সকালে বাতিল ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ ...