আজকাল ওয়েবডেস্ক : এবার ভারতীয় সেনাবাহিনীর এক উইং কমান্ডার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ভারতের বিমান বাহিনীর এক মহিলা অফিসার। দুজনের বেস ক্যাম্প ছিল শ্রীনগর। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
সেনাবাহিনী জানিয়েছে ইতিমধ্যে তারা বিষয়টি নিয়ে কথা বলছে। ওই মহিলা অফিসার অভিযোগ করেছে তাঁকে বিগত দুই বছর ধরে ওই উইং কমান্ডার ভয় দেখিয়ে নানা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে।
বিষয়টি ওই মহিলা অফিসার তার বাড়ির লোকদের জানায়। কিন্তু এতেও ভয় না পেয়ে অভিযুক্ত তাঁকে বারেবারে বিরক্ত করতে থাকে। তার চাকরি নিয়ে ভয় দেখান হয় বলেও অভিযোগ উঠেছে।
এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে অন্য মহিলা অফিসার। তারা দাবি করেছে অবিলম্বে ওই সেনা অফিসারকে কাজ থেকে বরখাস্ত করা হোক। এরপর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
মহিলার অভিযোগ বিষয়টি বেশ কয়েকজন সেনা আধিকারিক জানতেন। কিন্তু তারা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কাউকে ভয় না করে ওই মহিলা অফিসার নিজের সিদ্ধান্ত অনড় থাকেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
