আজকাল ওয়েবডেস্ক: ক্যাশব্যাকের আশায় ঘনঘন অনলাইনে পেমেন্ট করার অভ্যাস অনেকের। ইদানিং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করেন অনেকে। ক্যাশব্যাকের আশায় এভাবেই হাজার হাজার টাকা খোয়ালেন একাধিক ব্যক্তি। গুরুগ্রামের এক নামী কোম্পানির বড় কেলেঙ্কারি ফাঁস হল অবশেষে। 

 

টকচার্জ নামের ওই কোম্পানির বিরুদ্ধে একাধিক ব্যক্তি অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, ক্যাশব্যাকের টোপ দিয়ে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার প্রতারণা করেছে ওই কোম্পানি। একটা নিদিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে, কয়েক হাজার টাকা ক্যাশব্যাকের টোপ দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ ওই কোম্পানির বিরুদ্ধে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাসেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। শুধুমাত্র দেশের মধ্যে শতাধিক লোক এই কোম্পানির মাধ্যমে প্রতারিত হয়েছেন। কোম্পানি বিনিয়োগ কয়েকগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছিল। খারাপ রেটিং সত্বেও দুই মিলিয়নবার অ্যাপটি ডাউনলোড করা হয়েছিল বলে জানা গিয়েছে। 

 

কীভাবে টকচার্জ প্রতারণা করেছে? সাধারণ মানুষ জানিয়েছে, অ্যাপটি প্রতিশ্রুতি দিয়েছিল ৪,৯৯৯টাকা বিনিয়োগ করলে ১,৬৬৬ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ৫৯,৯৯৯ টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাকের আশায়ে এই ফাঁদে পা দিতেন সাধারণ মানুষ। লক্ষাধিক টাকা খুইয়ে বর্তমানে মাথায় হাত তাঁদের।