আজকাল ওয়েবডেস্ক: মৌসুমী অক্ষরেখা ফিরবে বাংলার দিকে। এর প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্য জুড়ে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ গোটা রাজ্যজুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারে আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য উত্তাল হবে সমুদ্র। মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতাতেও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৬.১ মিলিমিটার।
