আজকাল ওয়েবডেস্ক: টি২০ বিশ্বকাপ জয়ের পরেই টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই জল্পনা শুরু হয় দ্রাবিড়ের পরবর্তী গন্তব্য নিয়ে। একাধিক আইপিএল দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম উঠে এসেছিল। কিন্তু তিনি রাজস্থান রয়্যালসকেই বেছে নিয়েছেন। ২০১১ থেকে ২০১৫ অবধি এই দলেরই ক্রিকেটার ও মেন্টর ছিলেন রাহুল। অর্থাৎ পুরনো দলে প্রত্যাবর্তন হল তাঁর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাহুলকে কোচ হিসেবে পেতে অনেক ফ্রাঞ্চাইজিই আগ্রহী ছিল। এমনকী অনেক দলই ব্ল্যাঙ্ক চেক রাহুলের সামনে এগিয়ে দিয়েছিল। টাকার অঙ্কটা রাহুল বসিয়ে নিলেই পারতেন। কিন্তু তিনি তা করেননি। পুরনো দলেই ফিরে এসেছেন।
প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১০ অবধি রাহুল আইপিএল খেলেছিলেন আরসিবিতে। কিন্তু ২০১১ সালে রাহুলকে ছেড়ে দেয়ে আরসিবি। তারপরই রাজস্থান মোটা অঙ্কে রাহুলকে তুলে নেয়। তাই রাহুলেরও রাজস্থানের প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। আর সুযোগ আসতে সেটা আর হাতছাড়া করেননি রাহুল। ফিরলেন রাজস্থানেই।
