বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩ : ৩১Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: ছাগল টোপ দিয়ে খাঁচাবন্দি করা চিতাবাঘ খাঁচা ভেঙে পালাল। ঘায়েল করল একজনকে। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। বিগত কয়েক দিন ধরে বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা দেখা দেওয়ায় বনদপ্তরের পক্ষ থেকে ফ্যাক্টরি ও হাসপাতাল সংলগ্ন ১৬-১৭ নম্বর সেকশানে একটি খাঁচা পাতা হয়েছিল। এই খাঁচাতেই সোমবার ভোরে চিতাবাঘটি বন্দি হয়। পরবর্তীতে খাঁচা ভেঙে একজনকে জখম করে চিতাবাঘটি পালায়।
আমবাড়ি চা বাগানের বাসিন্দা বাবুল তপাদার জানান - রাতে চা বাগানে পাতা খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়ে। সকাল হতেই প্রচুর মানুষ চিতাবাঘ দেখতে ভিড় জমান। মানুষ দেখে ভয় পেয়ে চিতাবাঘটি খাঁচার ভেতর ছটফট করতে থাকে, বারবার খাঁচায় ঝাঁপাচ্ছিল চিতাবাঘটি। শেষে এমন জোরে একটা ঝাঁপ দেয় যে- খাঁচার দরজা ভেঙে যায়। ঘটনায় সকলে হতবাক হয়ে পড়েন। এরপর চিতাবাঘটি চঞ্চল দাস নামের এক যুবকের বুকের উপর ঝাঁপ দিয়ে তাঁকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। বাবুল বাবু বলেন এই ঘটনার সম্পূর্ণ দায়িত্ব বনদপ্তরের। খাঁচা লাগানোর আগে দপ্তরের উচিৎ ছিল ভাল করে খাঁচাটি 'চেক করে' নিশ্চিত হওয়া যে সেটি মজবুত রয়েছে। এদিন আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান।
ডায়না রেঞ্জের টোলগেট বিটের বিট অফিসার লালটু সরকার জানান, সকালে তাঁরা খবর পেয়েছিলেন আমবাড়ি চা বাগানে খাঁচাতে চিতাবাঘ ধরা পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে সেটিকে 'রেসকিউ' করার আগেই জানতে পারেন খাঁচা থেকে চিতাবাঘটি পালিয়ে গিয়েছে। সেই সময় এই যুবক চিতাবাঘের থাবায় আহতও হয়েছে। তিনি বলেন বারবার খাঁচার ভেতর ঝাঁপ দেওয়ার ফলে কোনও কারণে খাঁচার দরজা আলগা হয়ে যায় বা ওতে ফাঁক তৈরি হয়, সেখান দিয়েই চিতাবাঘটি পালায়।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের ভারপ্রাপ্ত রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, খাঁচায় ধরা পড়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক ছিল। খাঁচায় নতুন চিতাবাঘ ধরা পড়লে সেটি ভয়ে-আতঙ্কে বেশি ছুটোছুটি করে। এর জেরেই খাঁচার দরজায় সামান্য ফাঁকা হয়ে থাকতে পারে, যা দিয়ে চিতাবাঘটি পালিয়েছে। আহত যুবককে উদ্ধার করে প্রথমে বানারহাট হাসপাতাল ও পরবর্তীতে তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকায় আরেকটি খাঁচা এদিন লাগানো হবে পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারও চালানো হবে বলে তিনি জানান।
#Dooars #Banarhat #West Bengal #Leopard Attacks
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাল ফিরতে চলেছে ১৪ কিমি লম্বা রাস্তার, বেজায় খুশি মুর্শিদাবাদের বাসিন্দারা ...
দলের মহিলা সদস্যকে মারধর, মালদায় গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান ...
রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগ অনুষ্ঠিত হল শিশুশ্রী, বীরপুরুষ বীরাঙ্গনা সম্মান ২০২৪...
বসে গিয়েছে নদীবাঁধ, বেহাল বাসিন্দাদের যাতায়াত, দ্রুত কাজ শুরু হবে, আশ্বাস বিডিওর...
জেলায় জেলায় কুয়াশার দাপট, নিম্নচাপের জেরে বাংলায় কি বাড়বে গরম? আবহাওয়ার বিরাট আপডেট ...
নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...
বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...
৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...
বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...
বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...
সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...
অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...
বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...