নিজস্ব সংবাদদাতা: আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সমস্বরে গলা তুলছে কলকাতা। এই আবহে শহরের বুকে ভরদুপুরে এক তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মেকআপ অ্যাকেডেমির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে!
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। জানা গিয়েছে, মেকআপ অ্যাকাডেমির কর্ণধারের নাম পঙ্কজ বিশ্বাস। অভিযোগ, মডেলিংয়ের নামে এক তরুণীকে নিজের প্রতিষ্ঠানে ডেকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেছেন তিনি! খবর, টলিপাড়ার বিভিন্ন ব্যক্তিত্বের রূপটানশিল্পী হিসাবে নিয়মিত কাজ করেন পঙ্কজ।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবারেই তরুণী নিজে গিয়ে হরিদেবপুর থানায় পঙ্কজের এই কুকর্মের কথা জানিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগনামায় জানানো হয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ নিজের প্রতিষ্ঠানে ওই মডেলের সঙ্গে এই কুকর্মটি করেছিলেন পঙ্কজ। তরুণীকে মেকআপ অ্যাকাডেমিতে মডেলিংয়ে কথা জানিয়ে ডেকেছিলেন অভিযুক্ত নিজেই।
এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই মেকআপ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
