আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষায় পাশ করতে না পেরে কিংবা আশানুরূপ ফল না করতে পেরে পরীক্ষার্থীরা নানা সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ফের একই ঘটনা, উচ্চাশা পূরণ করতে না পেরে কঠোর সিদ্ধান্ত, মৃত্যু বেছে নিলেন যুবক।
ঘটনাস্থল মহারাষ্ট্র। সে রাজ্যের ঠানের একটি আটতলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২৮ বছরের এক যুবক। শনিবার রাতে যুবকের আত্মহত্যায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, যেখানে যুবক লিখেছেন, সকলের উচ্চাশা তিনি পূরণ করতে পারেননি। এই দুনিয়ায় বেঁচে থাকাও দিনে দিনে কষ্টকর হচ্ছিল তাঁর জন্য।
ওই যুবক ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার বর্তক নগর এলাকায় রাত সাড়ে আটটা নাগাদ তিনি আত্মহত্যা করেন। ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলেছেন পুলিশ। পুলিশ সূত্রে খবর, বন্ধুরা জনিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় পাশ না করায়, তিনি ডিপ্রেশনে ছিলেন। শনিবার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন।
ঘটনার পরেই প্রতিবেশীরা ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, তবে শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে যুবক লিখেছিলেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।
উল্লেখ্য, এনসিআরবির সাম্প্রতিকতম রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাম্প্রতিক সময় দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাপিয়ে গিয়েছে পড়ুয়াদের আত্মহত্যার হার।
এনসিআরবি আইসিথ্রি নামক সংস্থার সহযোগিতায় এই সমীক্ষা সম্পন্ন করেছে। দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে ওই রিপোর্ট। তাদের সাম্প্রতিক ওই রিপোর্টের পর একপ্রকার শোরগোল পড়ে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সম্প্রতি 'স্টুডেন্টস সুইসাইড: অ্যান এপিডেমিক স্যুইপিং ইন্ডিয়া' শীর্ষক ওই রিপোর্ট সামনে এনেছে এই বিস্ফোরক তথ্য। তাতে দেখা গিয়েছে, দু' দশকে এদেশে সার্বিক আত্মহত্যার হার বার্ষিক হিসেবে ২ শতাংশ বেড়েছে এবং কেবল পড়ুয়াদের আত্মহত্যার হার বেড়েছে তার দ্বিগুণ, অর্থাৎ ৪ শতাংশ। এই হার কেবল সার্বিক আত্মহত্যার হারের চেয়েই বেশি নয়, বেশি জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি।
