আজকাল ওয়েবডেস্ক: স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছিলেন গণেশ পুজোর কিছু ছবি। তাতেই বিপত্তি। স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখলেন কেউ কেউ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষককে।

 

ঘটনাস্থল রাজস্থানের কোটা। ঠিক কী ঘটেছে? অভিযোগ, ওই প্রধান শিক্ষক সংখ্যালঘু সম্প্রদায়ের। তিনি আচমকা স্কুলের ডেভলপমেন্ট কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিলিট করে দেন গণেশ চতুর্থীর কিছু ছবি। জানা গিয়েছে প্রধান শিক্ষক, স্কুলের অন্যান্য শিক্ষকরা, মহকুমা শিক্ষা আধিকারিক, কিছু অভিভাবক ওই গ্রুপে ছিলেন। গণেশ চতুর্থীর দিন অনেকেই ছবি শেয়ার করেছিলেন গ্রুপে। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ শাফিক পরপর দুটি পোস্ট ডিলিট করে দেন বলে অভিযোগ।

 

 শুক্রবার এই ঘটনা ঘটে। এতেই ঘটে বিপত্তি। বেশকিছু হিন্দু শিক্ষক সহ কয়েকজন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশে জড়ো হন এলাকার কিছু সাধারণ মানুষও।আগতর স্কুলের বাইরে বিক্ষোভ শুরু হয়।

 

শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপরাধে ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে তারা।