আজকাল ওয়েবডেস্ক : যোগীরাজ্যে পুলিশের ফের করুণ অবস্থা। বিজেপি সমর্থকরা ঘাড় ধাক্কা দিয়ে পুলিশকে গাড়িতে তুলেছে। ভিডিও ভাইরাল ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়েছে পুলিশকে কিডন্যাপ করা হচ্ছে। এবার কী পুলিশের ঘুম ভাঙল।

 

যদিও বিজেপির পক্ষে বলা হয়েছে ওই পুলিশ অফিসার তাঁদের কাছে ঘুষ চাইছিল। তাই তারা তাঁকে গাড়িতে তুলে নিয়ে পুলিশের কাছে নিয়ে গিয়েছে। এখানে শেষ নয়। এরপর থানার বাইরে বিজেপি সমর্থকরা বিদ্যুৎ বিভাগের ওই পুলিশের বিরুদ্ধে দ্রুত পুলিসি পদক্ষেপ নেয়ার জন্য স্লোগান দেন। 

 

পুলিশের পক্ষে একটি এফআইআর করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। 

 

বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছে অখিলেশ যাদব। তিনি লেখেন, যোগীরাজ্যে পুলিশ কিডন্যাপ হল। এবার কী পুলিশ বিজেপি হেড অফিস গিয়ে এফআইআর করতে পারবেন। এই দিনটি দেখতে বাকি ছিল। সেটাও পূর্ণ হল। 

 

বিজেপির পক্ষে বলা হয়েছে তারা দুর্নীতি বরদাস্ত করে না। তাই বিজেপি সমর্থকরা এই কাজ করেছে। তবে কখনো আইন নিজের হাতে নেয়নি বিজেপি। পুলিশ নিজের কাজ করবে।