আজকাল ওয়েবডেস্ক: রেল স্টেশনে আবারও অগ্নিকাণ্ড। এবার শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে। স্টেশনের একটি প্ল্যাটফর্মে পরপর পাঁচ থেকে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। এর জেরে রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

 

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পরপর পাঁচ থেকে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে একটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর দ্রুত সেই দোকান থেকে আগুন পাশাপাশি আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে স্টেশনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেন যাত্রীরা। 

 

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নেভাতে শুরু করেছে। সাড়ে এগারোটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে শিয়ালদহ থেকে ক্যানিং এবং ক্যানিং থেকে শিয়ালদহ শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলে ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।