আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আবাসনে দম্পতির রহস্যমৃত্যু। সোমবার রাতে আনন্দপুর এলাকার নোনাডাঙায় একটি আবাসন থেকে উদ্ধার করা হয় এক দম্পতির দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দেন ৭৭ বছর বয়সি বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়েরা। এরপর বৃদ্ধের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় স্ত্রী গীতা সমাদ্দারের দেহ (৬০)। স্থানীয়রাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। জানা গেছে, বৃদ্ধের স্ত্রী গীতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, গীতা গত ১০ বছর ধরে অসুস্থ ছিলেন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। মঙ্গলবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশের অনুমান, চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই স্ত্রীকে খুন করে বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। ওই দম্পতি ফ্ল্যাটে একাই থাকতেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 
