আজকাল ওয়েবডেস্ক:‌ ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা চালাল ইজরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে। এই হামলায় সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। ভিডিওতে দেখা গেছে, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইজরায়েলের বিরানিত সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ভিডিওতে দেখা গেছে, রকেট হামলার সঙ্গে সঙ্গে সামরিক ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কেউ মারা যায়নি। এই হামলার পরেই ইজরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। প্রসঙ্গত, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত হিজবুল্লাহর ৭০ জন মারা গেছেন।