সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
গণপতি দর্শনে রণবীর-দীপিকা
চলতি মাসেই কোলে আসবে রণবীর-দীপিকার নতুন প্রজন্ম। প্রথম সন্তানের জন্মের আগে স্বামী রণবীর সিং-এর সঙ্গে গণপতি দেবের দর্শনে পৌঁছে গেলেন দীপিকা। শুক্রবার সবুজ বেনারসিতে রণবীরের হাত ধরে গণপতি দর্শনে দেখা গেল অভিনেত্রীকে। রণবীরের পরনে ছিল সাদা কুর্তা, পাজামা। এদিন খালি পায়ে হেঁটেই দেব দর্শন করলেন তাঁরা। সেই সঙ্গে দীপিকার কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই খেয়ালও রাখলেন রণবীর। তাঁদের এই মিষ্টি মুহূর্ত ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়।
বিশেষ সম্পর্কে ইমরান-জেনেলিয়া
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা ইমরান খান, জেনেলিয়া দেশমুখের সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে কথা বলছেন। তিনি বলেন, "আমি আর জেনেলিয়া একে অপরকে বহু বছর ধরে চিনি। এখন আমাদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়ে। তাই রোজ দেখা হয়। পুরনো বন্ধুদের মধ্যে একটা আলাদা টান রয়েছে। সেই অনুভূতিটা জেনেলিয়ার সঙ্গে দেখা হলে বুঝতে পারি।"
পরিণীতির জন্য নিরাপত্তাহীনতায় ভোগেন আলিয়া?
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও পরিণীতি চোপড়া যে ভাল বন্ধু তা অনেকেরই জানা। কিন্তু সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিণীতিকে নিয়ে আলিয়ার একটি মন্তব্য। সেখানে এক সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়, কোন অভিনেত্রীর কারণে বলিউডে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন? উত্তরে অভিনেত্রী পরিণীতি চোপড়ার নাম নেন। এবং সেই সঙ্গে বলেন, "পরিণীতির মতো এত দক্ষ অভিনেত্রী খুব কমই আছে।"
