গুছিয়ে আইবুড়ো ভাত খাওয়ালেন বন্ধুকে। শ্বশুরবাড়ির ছাদে ম্যারাপ বেঁধে, আলোয় সাজিয়েছিলেন চারপাশ। ডেকরেটর্সের চেয়ার-টেবিলও পরিপাটি করে সাজানো। সেখানেই সন্দীপ্তা সেন-সৌম্য মুখোপাধ্যায় কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া সারলেন। আয়োজনে সৌরভ বন্দ্যোপাধ্যায়-ত্বরিতা চট্টোপাধ্যায়। আজকাল ডট ইনের কাছে ত্বরিতা বলেছেন, ‘‘রেস্তোরাঁয় খাওয়ানোই যেত। কিন্তু বাড়িতে বসিয়ে পাত পেড়ে খাওয়ানোর মতো আন্তরিকতা বাইরে মেলে না। তাই আমি আর সৌরভ মিলে আয়োজন করে ফেললাম।’’

মেনুতে কী কী ছিল? পোলাও, ফিশফ্রাই, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, মিষ্টি— কিচ্ছু বাদ ছিল না। খাওয়ার জায়গাও খুব সুন্দর করে সাজিয়েছিলেন। ত্বরিতার কথায়, ‘‘সাধারণত সবাই কাঁসার থালা-বাসনে আইবুড়ো ভাত খাওয়ান। সন্দীপ্তা নিশ্চয়ই নিজের বাড়িতে সেভাবেই খাবে। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মাটির থালা-বাসন পছন্দ করি। তাই সেই বাসনে ওকে খেতে দিয়েছিলাম।’’ থালার চারপাশে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন গাঁদার মালা। সব মিলিয়ে ভীষণ আন্তরিক কিন্তু ছিমছাম আয়োজন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Twarita Chatterjee (@twarita.chatterjee.1)