আজকাল ওয়েবডেস্ক:  নাগাল্যান্ডের ২৯ নম্বর জাতীয় সড়কে ফের ভূমিধস। টানা বৃষ্টির জেরে বুধবার সকালেই ভূমিধসে ফের কার্যত বিধ্বস্ত ২৯ নম্বর জাতীয় সড়ক। ফের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কোহিমা-ডিমাপুরের যোগাযোগ ব্যবস্থা।

 

খারাপ আবহাওয়া এবং লাগাতার ভারি বৃষ্টির কারণে আপাতত বিপর্যস্ত নাগাল্যান্ড। বিগতদিনেও একাধিকবার ভূমিধসের কারণে কাদামাটির স্তুপে চাপা পড়েছে ২৯ নম্বর জাতীয় সড়ক। বিচ্ছিন্ন হয়েছে কোহিমা-ডিমাপুরের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা। অগাস্ট মাসেও ভূমিধস আঘাত হেনেছিল কোহিমার একাধিক জেলায়। অবরূদ্ধ হয়ে যায় ২৯ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত হয় যান চলাচন।

 

পরবর্তী সময় জাতীয় সড়কে পুনরুদ্ধারের কাজ চললেও ফের ভূমিধসের কারণে আবারও কার্যত বন্ধ হল ২৯ নম্বর জাতীয় সড়ক। বারবার ভূমিধস সঙ্গে অবিরাম ভারি বৃষ্টির জেরে ব্যাহত নাগাল্যান্ডের দৈনন্দিন জীবন। কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে কোহিমা ও ডিমাপুরবাসীর জীবনযাত্রা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার লাইফলাইন ২৯ নম্বর জাতীয় সড়ক বারবার বিধস্ত হয়ে পড়ায় থমকে গিয়েছে সেখানকার বাণিজ্য। বাধাপ্রাপ্ত হচ্ছে পণ্য সরবরাহের কাজ। খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে নাগাল্যান্ডের পর্যটনেও। স্বাভাবিকভাবেই ব্যাপক ধাক্কা খেয়েছে সেখানকার অর্থনীতি। প্রতিনিয়ত যাতায়াত সহ একাধিক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে স্থানীয়দের। ক্রমশই জটিল হচ্ছে জীবনযাত্রা। 

 

আবহাওয়ার উন্নতি না হলে রাজ্যবাসী বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদমহল। রাজ্যের গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত অঞ্চলে জনজীবনকে স্বাভাবিক করতে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনীও। চলছে ২৯ নম্বর জাতীয় সড়ককে পুনরুদ্ধার করার কাজও। তবে বৃষ্টি ও একের পর এক ভূমিধসের আঘাত হানায় গতি হারাচ্ছে পুনর্গঠনের কাজ। বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধারকার্যও। খারাপ আবহাওয়ার জেরে একাধিক এলাকায় জারি করা হয়েছে সতর্কতাও।