আজকাল ওয়েবডেস্ক: আগামী মাস থেকেই বদলে যাচ্ছে সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ সহ একাধিক ক্ষুদ্র বিনিয়োগের কিছু নিয়ম। আগামী ১ অক্টোবর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। পোস্ট অফিসে ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রেই এই পরিবর্তন আনা হয়েছে।
১. প্রথম খোলা এনএসএস অ্যাকাউন্টটি প্রচলিত হারেই স্কিম রেট পাবে। দ্বিতীয় অ্যাকাউন্টের ক্ষেত্রে (প্রথম অ্যাকাউন্ট খোলার পর) পোস্ট অফিসের নির্ধারিত সুদের পাশাপাশি অতিরিক্ত সুদ পাবে। উভয় অ্যাকাউন্টেই ক্রমবর্ধমান আমানত প্রতি বছরের জন্য প্রযোজ্য জমার সীমা যেন অতিক্রম না করে তা মাথায় রাখতে হবে। অতিরিক্ত আমানত সুদ ছাড়াই আমানতকারীকে ফেরত দেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
২. পিপিএফ অ্যাকাউন্ট ১৮ বছরের নীচেও খোলা যেতে পারে। আর ১৮ বছর হলেই নির্ধারিত হারে সুদ পাওয়া যাবে। আর ১৮ বছর হলেও পিএফ অ্যাকাউন্ট থেকে ম্যাচুইরিটির টাকা তোলার সুযোগ মিলবে।
আর একের বেশি পিপিএফ অ্যাকাউন্ট থাকলে তা প্রথম অ্যাকাউন্টের সঙ্গে মার্জ হয়ে যাবে।
৩. দুইয়ের বেশি পিপিএফ অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে শূন্য শতাংশ হারে সুদ পাবে।
৪. এনআর আইদের ক্ষেত্রেও পিপিএফ অ্যাকাউন্টের নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে।
৫. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ঠাকুরদা কিংবা অন্য কোনও অভিভাবকও খুলতে পারেন। সে বাবা জীবিত থাকলেও।
