আজকাল ওয়েবডেস্ক: আসানসোলে রেলের আবাসনে ব্যাপক হামলা চালাল দুষ্কৃতীরা। অস্ত্র দেখিয়ে রেল আবাসনে রেল কর্মীর অনুপস্থিতিতে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। 

 

বুধবার ভোররাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দোমোহানি রেল কলোনিতে হয় এই ঘটনাটি ঘটেছে। রেল কর্মী ভূপেন্দ্র কুমারের স্ত্রী শ্বেতা সিং জানান, তিনি তাঁর দুই পুত্রসন্তানকে নিয়ে বাড়িতে শুয়েছিলেন। রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। সেই আওয়াজ শুনে উঠে পড়তেই মুখে কাপড় বাঁধা অবস্থায় দুজন দুষ্কৃতী তাঁদের গলায় অস্ত্র ঠেকিয়ে চুপ করে শুয়ে থাকতে বলে। 

 

তারপর আলমারির তালা ভেঙে সোনার চাঁদি গয়না ও নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে তারা চম্পট দেয় বলে দাবি করেন শ্বেতা। তিনি জানান, আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে। শ্বেতা সিং জানান, জরুরি কাজে তাঁর স্বামী ভূপেন্দ্র কুমার গ্রামের বাড়ি গিয়েছেন। সেই সুযোগে একা পেয়ে মহিলাকে ও তাঁর দুই পুত্রসন্তানকে ভয় দেখিয়ে অবাধে লুঠপাট চালায় তারা। তিনি বলেন রেল সেভাবে দরজা জানলা মেরামতি না করার জন্যই সেই সুযোগেই অবাধে লুঠপাট চালাল দুষ্কৃতীরা।