মিল্টন সেন: একটি দর্শনীয় লেজার শো "মনে রেখো"। পুজোর কয়েকদিন দর্শনার্থীদের জন্য অভিনব উদ্যোগ চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। যারা অঙ্গদান করে অন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন অথবা যাঁরা অঙ্গদান করতে ইচ্ছুক তাদের ধন্যবাদ জানিয়ে জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে বিশেষ লেজার শোয়ের আয়োজন করেছে মধ্যাঞ্চল সর্বজনীন। বিশেষ এই লেজার শো শুরু হয়েছে রবিবার এবং চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

অঙ্গদানের গুরুত্ব বোঝাতে লেজার শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর সূচনা। একইসঙ্গে দেখানো হচ্ছে অঙ্গদান করলে কিভাবে অন্যের মধ্যে বেঁচে থাকা যায়। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রকমারি আলোয় আলোকিত হয়ে উঠেছে আলোর শহর। মায়াবী আলোর জাদুতে ঝলমল করছে রাজপথ। তারই মধ্যে চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চল সর্বজনীনের অভিনব লেজার শোয়ের আয়োজন আলোর উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছে। সন্ধে নামতেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে পুজো মণ্ডপে।