আজকাল ওয়েবডেস্ক: অসমের করিমগঞ্জে ১৫ বছরের কিশোরকে হাতেনাতে ধরল স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়রা আগেই তাঁকে ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে অভিযুক্ত খেলার ছলে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর মায়ের অভিযোগে ১৫ মিনিটের জন্য তিনি বাইরে গিয়েছিলেন। তবে ফিরে এসে দেখেন কিশোর প্রায় বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং শিশুটিকেও সে বিবস্ত্র করছে। এরপরই ওই শিশুর মা চিৎকার করে ওঠেন।
ধরা পড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই কিশোর। তবে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। করিমগঞ্জ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জুভেনাইল আইনের আওতায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। পসকো আইনেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।
