আজকাল ওয়েবডেস্ক:  ঘরে-বাইরে চাপের মুখে পড়ে কি এবার পিছু হটতে চলেছে মোদি সরকার?  সস্তা হবে জীবন ও স্বাস্থ্য বিমা? কমবে কি প্রিমিয়ামের অঙ্ক? আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে ১৮ শতাংশ জিএসটি বাতিল করা হবে কি না? এই প্রশ্ন নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।

 

বাজেট পেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফে স্বাস্থ্যবিমা এবং জীবনবিমাতে ১৮ শতাংশ জিএসটি লাগুর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপর এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওঠে বিজেপির অন্দর থেকেই। সরকারের মধ্য থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন নীতিন গড়করি। সীতারমণকে দীর্ঘ চিঠি লিখেছিলেন গড়করি।

 

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি স্বাস্থ্য ও জীবনবিমায় ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে মমতা ব্যানার্জি চিঠিও লেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। স্বাস্থ্য ও জীবনবিমার ওপর লাগু হওয়া ১৮ শতাংশ জিএসটি বাতিলের দাবি জানিয়ে সংসদ চত্বরে প্রতিবাদে নামেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সব দল। বিরোধীদের প্রতিবাদ মঞ্চে সামিল হতে দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও। শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হতে দেখা যায় শরদ পাওয়ারকেও।

 


এবার শেষমেষ ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠকে এই বিষয়ে আলোচন হতে পারে বলে সূত্রের খবর। ওয়াকিবহাল মহল মনে করছে, স্বান্থ্য ও জীবন বিমায় জিএসটি লাগুর সিদ্ধান্তে বিরোধীদের পাশাপাশি পদ্ম শিবিরেই অস্বস্তি বেড়েছে মোদির। তাছাড়াও দেশের আরও বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় আনতে গেলে বিমার প্রিমিয়ামের অঙ্ক কমাতে হবে। ফলে এবারের বৈঠকে স্বাস্থ্য বিমার ওপর জিএসটি কমতে পারে অথবা প্রত্যাহার করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।