আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে ফের উত্তাল ঢাকা। রবিবার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। রবিবার বিকে দুপুরে চারদফা দাবিতে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

ঘটনার সূত্রপাত শনিবার, ঢাকা মেডিক্যালে। সড়ক দুর্ঘটনায় আহত এক পড়ুয়ার মৃত্যুর পর, অবহেলার অভিযোগ উঠে আসে। তিন চিকিৎসককে মারধরের অভিযোগ, অভিযোগ ভাঙচুর করা হয়েছে হাসপাতাল। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয় ঢাকা মেডিক্যাল। 

 

উত্তপ্ত পরিস্থিতিতে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই নিরাপত্তাহীনতার কারণে ঢাকা মেডিক্যালে ইমারজেন্সি বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসলেও, তা ফলপ্রসূ হয়নি। 

 

রবিবার বিকেলে জানা যায়, ঢাকা মেডিক্যালের রেশ ছড়িয়েছে দেশব্যাপী। চার দফা দাবিতে রবিবার দুপুরে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে, কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকেরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দুপুরে এই ঘোষণা করা হয়েছে। হাসপাতালে ভর্তি যাঁরা তাঁদের চিকিৎসা হলেও, অন্য সমস্ত পরিষেবা স্থগিত বলে জানা গিয়েছে। 

 

চিকিৎসকদের চার দফা দাবি হল, হামলা, ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা। নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, হাসপাতালে রোগীর ভিজিটর ছাড়া অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ করা এবং হাসপাতালে রোগী পরিষেবায় অবহেলা লক্ষ্য করা গেলে, কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো। 

 

যদিও এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসকেরা ২৪ ঘণ্টা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত রেখেছেন। বলা হয়েছে, সোমবার রাত ৮টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে, তাঁদের কর্মসূচি জারি থাকবে।