মিল্টন সেন, হুগলি: শুরু হল সারা ভারত দাবা প্রতিযোগিতা। দুই দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। শনিবার চুঁচুড়া টাউন ক্লাবের পরিচালনায় টিসিসিসিএ অল ইন্ডিয়া ওপেন ফাইড রেপিড রেটিং চেস টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হল চুঁচুড়ার লঞ্চঘাট সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় ১৫০ টি টেবিলে মোট ৩০৮ জন প্রতিযোগী অংশ নেন। 

 

এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন চন্দনগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেড কোয়ার্টার ঈশানি পাল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ খেলার জগৎ এর বিশিষ্ট ব্যক্তিত্বরা। হাজির ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। 

 

এদিন টাউন ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী বলেছেন, হুগলিতে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বড় মাপের দাবা প্রতিযোগিতা, যা আগে কখনও হয়নি। কলকাতার পর এই প্রথম কোনও মফস্বল শহরে এত বড় মাপের দাবা প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতায় ১১ জন ইন্টারন্যাশনাল মাস্টারও অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার কোনও বয়সসীমা নেই। ছয় বছরের শিশুও যেমন রয়েছে, তেমন ৭০ বছরের বৃদ্ধও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শনিবার ও রবিবার দুই দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

ছবি পার্থ রাহা।