বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'বহুরূপী'র জন্য শর্ত ভেঙে ফিরিয়ে আনতে হয়েছে কোন পুরনো অভ্যাস? আজকাল ডট ইনকে নিজেই জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ আগস্ট ২০২৪ ১৯ : ২৮Snigdha Dey



নিজস্ব সংবাদদাতা:  নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি হয়ে আসছে 'বহুরূপী'। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। ভীষণভাবে বাস্তব নির্ভর এই ছবির গল্পে একেবারে ভিন্ন রূপে ধরা দিতে প্রস্তুত শিবপ্রসাদ। আবির, কৌশানী, ঋতাভরীর পর কিছুদিন আগেই সামনে এসেছিল খোদ পরিচালকের প্রথম ঝলক। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির রোমহর্ষক টিজার।


ছবিতে শিবপ্রসাদের চরিত্রের নাম 'বিক্রম প্রামাণিক'। টিজারে তাঁকে দেখা গিয়েছে ধূর্ত চোখে সিগারেটে টান দিতে। তাঁর চরিত্রটির মধ্যেই যে লুকিয়ে গল্পের আসল রহস্য তা বোঝাই যাচ্ছে।

কিন্তু বাস্তবে বহু বছর আগেই ধূমপান ত্যাগ করেছেন তিনি। চরিত্রের খাতিরে নিজের শর্তভঙ্গ নিয়ে আজকাল ডট ইন-কে তিনি বলেন, "কন্ঠ ছবিতে যে বার্তা দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলাম তা নিজেও মেনে চলতাম। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই নিজের পুরনো অভ্যাসকে ত্যাগ করেছিলাম। কিন্তু এই চরিত্রের জন্য নিজেকে যেমন ভাঙতে হয়েছে, তেমনই আবার পুরনো অভ্যাসকে ফিরিয়ে আনতে হয়েছে। একটু অস্বস্তিতে পড়েছিলাম ঠিকই। শুটিং সেটে সবাই তাই আমার খেয়াল রাখছিল, যাতে কোনও অসুবিধা না হয়।"