আজকাল ওয়েবডেস্ক: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা সেই নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। আগের বার ভারতীয় ক্রিকেট বোর্ড দল পাঠাতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় রাখা হয়। ফাইনালও হয় সেখানেই। একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কামরান আকমল। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মনে করেন, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে গিয়ে খেলতে পারলে, ভারতেরও যাওয়া উচিত। এই প্রসঙ্গে কামরান আকমল বলেন, 'অস্ট্রেলিয়ায় মতো দল পাকিস্তানে গিয়ে খেলতে পারলে, ভারত কেন নয়? ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও হওয়া উচিত। দুই সরকারের বসে এই বিষয়ে আলোচনা করা উচিত। এতে ক্রিকেটের লাভ হবে।'
এই বিষয়ে বিসিসিআই একাধিকবার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলে তবেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। অধিনায়ক রোহিত শর্মা জানান, প্লেয়াররা যেকোনও জায়গায় খেলতে তৈরি। তবে পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে, সিদ্ধান্ত নেবে ভারতীয় সরকার। আকমল জানান, পাকিস্তান সরকার কোনওদিন দলকে ভারতে খেলতে যাওয়া থেকে আটকাবে না। আগের বছর ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বাবর আজমরা। এই উদাহরণ টেনে পাকিস্তানের প্রাক্তন তারকা জানান, দেশে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে বোর্ড। তাই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা উচিত ভারতের। আকমল বলেন, 'প্রথমে আপনারা এশিয়া কাপ নিয়ে নিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলছেন। আপনারা কেন এরকম করছেন? দেশে ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত যদি পাকিস্তানকে আমন্ত্রণ জানায়, আমাদের সরকার কোনওদিন বাধা দেবে না। ওরা বলবে, গিয়ে খেলে এসো। ভারত সরকারেরও তাই করা উচিত। রাজনীতি সরিয়ে রেখে আমাদের উচিত ক্রিকেটে মন দেওয়া।' প্রসঙ্গত, কয়েকদিন আগে এই বিষয়ে নিজের মনোভাব জানান কুলদীপ যাদব। ভারতের চায়নাম্যান বোলার স্পষ্ট জানান, পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে চান তিনি। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
