আজকাল ওয়েবডেস্ক: অবনী লেখারার পর মণীশ নারওয়াল। প্যারিস প্যারা অলিম্পিকে শুটিংয়ে ফের পদক জিতল ভারত। এবারের অলিম্পিক থেকেই শুটিংয়ে পদক আসছে ভারতে। প্যারা অলিম্পিকেও সেই যাত্রা থামল না। 10 মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগে রূপো জিতলেন মণীশ।

 

 

এদিন ফাইনাল রাউন্ডে প্রথম থেকেই সোনা জয়ের দৌড়ে ছিলেন মণীশ। কিন্তু মাঝের দিকে কয়েকটি শট ঠিক লক্ষ্যে মারতে না পারায় সোনার দৌড় থেকে ছিটকে যান। তবে দেশকে হতাশ করেননি। দ্বিতীয় স্থানে শেষ করে রূপো জেতেন তিনি। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মণীশ।

 

 

ফাইনালে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন। 10 মিটার এয়ার পিস্তলে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার জে ডি জো। তিনি পেয়েছেন ২৩৭.৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে মণীশ পেয়েছেন ২৩৪.৯ পয়েন্ট। মাঝের দিকে লক্ষ্যভ্রষ্ট না হলে প্রথম স্থানেই শেষ করতেন ভারতীয় শুটার।

 

 

প্যারিস অলিম্পিকে শুটিং থেকে এসেছিল তিনটি পদক। আর প্যারা অলিম্পিকে প্রথম দিনেই সেই সাফল্যকে ছাপিয়ে গেলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।