আজকাল ওয়েবডেস্ক: পর্যাপ্ত পরিমাণে পুলিশ না দিতে পারায় বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের কলকাতা ডার্বি। ডুরান্ড কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল যাঁরা টিকিট কেটেছেন প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন। অনলাইনে টিকিট যাঁরা কেটেছিলেন তাঁদের আগেই টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়ে গিয়েছে।
এবার অফলাইনে টিকিট যাঁরা কেটেছেন তাঁরা কীভাবে রিফান্ড পাবেন তা জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। শনিবার শেষ হচ্ছে ডুরান্ড কাপ। কমিটির তরফে জানানো হয়েছে, ৩০ এবং ৩১ আগস্ট অর্থাৎ শুক্রবার এবং শনিবার মহামেডান ক্লাব তাঁবুতে এসে সমর্থকদের টিকিটের মূল্য ফেরত নিয়ে যেতে হবে। জানানো হয়েছে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রিফান্ড করা হবে টিকিটের মূল্য। যাঁরা টিকিটের টাকা ফেরত নিতে আসবেন তাঁদের আসল টিকিটটি সঙ্গে করে আনতে হবে।
নাহলে, টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে ডুরান্ড কমিটির তরফে। প্রসঙ্গত, কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ১৮ আগস্ট। কিন্তু তাঁর আগের দিন রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, পর্যাপ্ত পুলিশ না দিতে পারার জন্য ডার্বি করানো যাবে না। দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনাল জিতে শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ফাইনালে নামতে চলেছে মোহনবাগান। তার আগেই ডার্বির টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন সমর্থকরা।
