জকাল ওয়েবডেস্ক: Hurun India Rich List 2024। আর এই তালিকাই সামনে আনল দেশের শিল্পপতিদের তালিকার বড় রদবদলকে। এতদিন দেশের ধনী শিল্পপতি ছিলেন মুকেশ আম্বানি। কিন্তু এবার তাঁকেই ছাড়তে হল সেরার পদ। তাঁর জায়গা এবার নিলেন শিল্পপতি গৌতম আদানি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এই তালিকা তৈরি হয়েছে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে। সমীক্ষার রিপোর্ট বলছে, আদানি মোট সম্পত্তি ১১.৬ লক্ষ কোটির। গত এক বছরেই তাঁর সম্পত্তি বেড়েছে ৯৫শতাংশ।
২০২০ সালে গৌতম আদানি চতুর্থ স্থানে ছিলেন তিনি। হিডেনবার্গ ধাক্কার পর, আদনির ফের শীর্ষে আসা তাৎপর্যপূর্ন বলে মত ওয়াকিবহাল মহলের। রিপোর্টে গত এক বছরে আদানি রেকর্ড হারে সম্পত্তি বৃদ্ধির কথা উল্লেখ করে বলা হয়েছে, একজন স্ব-নির্মিত উদ্যোক্তা হিসেবে আদানি গত ৫ বছরে, সেরা ১০ জনের মধ্যে একজন, যাঁর সম্পত্তির বৃদ্ধি হয়েছে রেকর্ড হারে। সমস্ত আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির গত এক বছরে উল্লেখযোগ্য হারে শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, আদানি বন্দর ৯৮ শতাংশ হারে বৃদ্ধির সাক্ষী।
প্রথম স্থান থেকে সরে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং তাঁর রিলায়েন্স, মোট সম্পত্তি মূল্য ১০.১৪ লক্ষ কোটি।
